দেশ

২০০ কোটি টাকার প্রতারণা মামলায় ফের গ্রেপ্তার মোহিত গোয়েল

ফের একবার গ্রেপ্তার হলেন ব্যবসায়ী মোহিত গোয়েল। ২৫১ টাকার স্মার্টফোন বিক্রি করার কথা ছিল তাঁর।  এবার সেই ব্যবসায়ী মোহিত গোয়েলের বিরুদ্ধে ২০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। এবার তাঁর বিরুদ্ধে ড্রাই ফ্রুট প্রতারণার অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাঁকে নয়ডার সেক্টর ৫১ মেঘদূতানম পার্কের কাছ থেকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। একই সঙ্গে তার ৫ বন্ধু গ্রেফতার হয়। দুবাই ড্রাই ফ্রুটস অ্যান্ড স্পাইসেস হাব নামে তার একটি ড্রাই ফ্রুট ব্যবসা ছিল। অভিযোগ ছিল, ব্যবসায়ীদের কাছ থেকে মোহিত ড্রাই ফ্রুট কিনে তা চড়া দামে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় বিক্রি করত। প্রথম প্রথম বিশ্বস্ত হওয়ার কারণে জিনিস হাতে পাওয়ার আগে ব্যবসায়ীদের পুরো টাকা মিটিয়ে দিত মোহিত। কিন্তু তারপর থেকে ৪০% টাকা দিয়ে জিনিস নিয়ে নিত। পরে টাকার বদলে চেক দিয়ে বাকি টাকা মেটাতো। কিন্তু প্রতি বারেই সেই চেক বাউন্স করে বলে অভিযোগ জানিয়েছিলেন ব্যবসায়ীরা। নয়ডার অতিরিক্ত পুলিশ কমিশনার লভ কুমার জানিয়েছেন, নিজের অপরাধ ঢাকতে প্রতারিত ব্যবসায়ীদের বিরুদ্ধেই ভুয়ো মামলা ঠুকতেন মোহিত। তবে ডরাই ফ্রুটই প্রথম নয়। এর আগেও একাধিক বার একাধিক কারণে গ্রেফতার হয়েছিল মোহিত গোয়েল। যার মধ্যে উল্লেখযোগ্য হল ২৫১ টাকার স্মার্ট ফোন। এর সঙ্গে রয়েছে একাধিক আর্থিক তছরুপের ঘটনা।

প্রতীকী ছবি।