খেলা

এফসি গোয়ার কাছে ৪-১ গোলে হারলো মোহনবাগান

 গোয়ার বিরুদ্ধে চার গোল হজম করতে হল সবুজ মেরুনকে। ম্যাচ শেষের ফলাফল ৪-১। শুরুটা ভালো হলেও ছন্দ কেটেছে মাত্র ১০ মিনিট পর থেকেই। এরপর একে একে বাগান ডিফেন্সকে বোকা বানিয়ে একের পর এক গোল করে গিয়েছেন গোয়ার ফুটবলাররা। যদিও প্রথমার্ধের শেষে একটি গোল করে ব্যবধান কমায় বাগান শিবির। কিন্তু তাতেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে ফের দাপটের সঙ্গে ম্যাচ খেলে জিতে নেয় গোয়া।