বাংলাতেও কদিন আগে গরমে হাঁসফাঁস দশা হয়েছিল। তবে পরপর কালবৈশাখী ও অশনির জেরে বৃষ্টিপাত অনেকটাই স্বস্তি দিয়েছে। যদিও তাপমাত্রা ফের বাড়ার পূ্র্বাভাস রয়েছে। এমন সময়ে বর্ষা নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী দেশের দুয়ারে চলে এসেছে বর্ষা। ১৫ মে বর্ষার প্রথম বৃষ্টি হতে চলেছে। ওই দিন বর্ষণ হতে পারে আন্দামান ও নিকোবরে।১৫ মে থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত হতে পারে। ১৪ থেকে ১৬ মে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল এবং লাক্ষাদ্বীপেও। সাধারণত ১ জুন থেকে কেরলে বর্ষা শুরু হয়। এবার ৫ দিন আগেই কেরলে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। অর্থাৎ ২৬ মে থেকে।