গরম থেকে অবশেষে স্বস্তির খবর মিলল, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা বলে জানাল হাওয়া অফিস। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে। অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। আজ শুক্রবারে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায়। যদিও এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের চলবে, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। যদিও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। আজ শুক্রবারে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায়। যদিও এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।