কলকাতা

অবশেষে দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, মৌসুমী বায়ু প্রবেশ গাঙ্গেয় বঙ্গে!

দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে কলকাতা। আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতা জনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে প্রবল ভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে। সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ চলবে। আজ, শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সিকিম ভুটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে। কলকাতায় কয়েক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা নামল। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবারও কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।