কলকাতা

অব্যাহত পারদ পতন, সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিসের আগেই জানিয়ে ছিল ফের জমিয়ে ঠান্ডা পড়ার কথা। ইতিমধ্যে উত্তুরে হাওয়া এবং ঠান্ডার দাপট কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ টের পাচ্ছেন। আজ তাপমাত্রা ১২.১। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। শনি, রবি ও সোমবার তাপমাত্রার আরও পতনের ইঙ্গিত রয়েছে। শনিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে বাংলাজুড়ে ধাপে ধাপে বৃষ্টি হবে, যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত । সরস্বতী পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।