দেশ

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাড়ে ৫ হাজার সরকারি স্কুলে ভর্তি হল না কোনও ছাত্র!

সর্বশিক্ষা অভিযানের স্লোগান আছে। মিড-ডে মিলের খাবার রয়েছে। ফ্রি-তে স্কুলড্রেস দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কিন্তু যাদের জন্য এত কিছু তারাই নেই। মধ্যপ্রদেশের শিশুরা কি পড়াশোনা ছেড়ে দিল? সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুল নিয়ে যে তথ্য সামনে এসেছে, তাতে এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে। মধ্যপ্রদেশের সাড়ে পাঁচ হাজারেরও বেশি সরকারি প্রাইমারি স্কুলে এ বছর একজনও পড়ুয়া ভর্তি হয়নি প্রথম শ্রেণিতে। ছাত্রভর্তির পুরো পরিসংখ্যান আরও মারাত্মক। সে রাজ্যে প্রায় ২৫ হাজার স্কুলের প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে একজন বা দু’জন ছাত্র। ১১ হাজার ৩৪৫টি সরকারি স্কুলে ছাত্র ভর্তি হয়েছে ১০ জনের কম।সে রাজ্যে ৯৪ হাজার ৩৯টি সরকারি স্কুল রয়েছে। তার মধ্যে ৪১ হাজারের বেশি স্কুলে পড়ুয়া ভর্তির অবস্থাটা এ রকম। সেওনি, সাতনা, নরসিংহপুর, বেতুল, খারগনে, সাগর, বিদিশা, রাইসেন, মন্দসৌরের মতো জেলাগুলিতে সরকারি স্কুলে কোনও ছাত্র ভর্তি না হওয়ার সংখ্যা সবথেকে বেশি। এই পরিসংখ্যান প্রশ্ন তুলছে, সরকারি স্কুলগুলির উপরে মানুষের আস্থা একেবারে শেষ হয়ে গেল?সরকারি স্কুলের এই অবস্থার জন্য দুর্বল পরিকাঠামো এবং শিক্ষকের অভাবের বিষয়টিই উঠে এসেছে। দেশের সরকারি স্কুলে পড়াশোনা তলানিতে ঠেকে যাওয়ার অভিযোগ নতুন নয়। দিনের পর দিন অবক্ষয় চলতে থাকলেও তা নিয়ে আলোচনা তেমন দেখা যায় না। মধ্যপ্রদেশের স্কুলগুলির এই অবস্থার জন্যও সেই সব কারণই উঠে এসেছে।