বিদেশ

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, মৃত ১০০

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা (USGS) জানিয়েছে, সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। এরপরে ৬.৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সিরিয়াতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ভূমিকম্পে তুরস্কের একাধিক শহরের অসংখ্য বহুতল ভেঙে পড়ার ছবি সামনে এসেছে৷ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ধ্বংসস্তুপের ছবি। খালি আর্তনাদ আর হাহাকার। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৮০। কতজন আহত, সরকার তার কোনও হিসেব দিতে পারছে না।হতাহতের সংখ্যা অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে৷