মণিপুরে অ্যাম্বুল্যান্সে মা, ছেলে-সহ তিনজনকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারল দাঙ্গাবাজরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মণিপুরের ইরোইসেম্বাতে। আট বছর বয়সী ছেলেকে নিয়ে তার মা এবং আরও এক আত্মীয় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাঙ্গাবাজরা পথ আটকে আগুন জ্বালিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, নিহত তিন জনের নাম, টনসিং হ্যাংসিং (৮), তার ৪৫ বছর বয়সী মা মীনা হ্যাংসিং এবং ৩৭ বছর বয়সী লিডিয়া লৌরেম্বাম। অশান্ত মণিপুরে ৮ বছর বয়সী ছেলেটি গুলিবিদ্ধ হয়েছিল। এরপর তার চিকিৎসার জন্য মা এবং এক আত্মীয় অ্যাম্বুল্যান্সে করে ছেলেটিকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। অসম রাইফেলসের একজন আধিকারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, টনসিং এবং তার মা অসম রাইফেলসের ত্রাণ শিবিরে অবস্থান করছিল। তাঁরা আদিবাসী মেইতেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। গত ৪ জুন সন্ধ্যায় ওই এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হলে ছেলেটি গুলিবিদ্ধ হয়।