বিনোদন

চলচ্চিত্র শতবর্ষ ভবনে শুরু হল সিনেমা প্রদর্শন

রাজ্যের চলচ্চিত্র শিল্পের প্রসারের এবার এক নতুন পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ । চলচ্চিত্র শতবর্ষ ভবনের ব্যবস্থাপনায় এবং নন্দনের সহযোগিতায় শহরের বুকে হাজির আরেকটি সিনেমা হল। টালিগঞ্জের ঐতিহ্যশালী রাধা স্টুডিয়োতে এবার থেকে মিলবে সিনেমা দেখার সুযোগ । ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিনই এই উদ্যোগের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ প্রেক্ষাগৃহটির উদ্বোধন করা হয় ৷ এদিন প্রেক্ষাগৃহটির উদ্বোধন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, গৌতম ঘোষ, দেব, সোহম সহ বিনোদন তথা রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা । দেব অধিকারী, সোহম চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ সকলেই এহেন উদ্যোগে খুশি । বাংলা সিনেমাই প্রদর্শিত হবে এখানে । রয়েছে ফুড স্টলও । প্রিভিউ থিয়েটারের সুবিধা থাকবে এখানে । একসঙ্গে ১৫২ জনের বসার ব্যবস্থা করা হয়েছে হলে । যে সময়ে দাঁড়িয়ে একের পর এক হলের দরজায় তালা পড়ছে কিংবা সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে সেই সময়ে রাজ্য সরকারের এহেন উদ্যোগে খুশি বাংলার আমজনতা ।