১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হল না । মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ৷ গত ১৪ এপ্রিল নিজের বাড়িতেই আত্মহত্যার চেস্টা করেছিল নাবালিকা। অভিযোগ, প্রতিবেশী যুবক তাকে ধর্ষণের চেস্টা করে দেড় মাস আগে । সেই বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার পর থেকেই নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছিল । অভিযুক্তের নাম প্রকাশ্যে আনার জন্য তাকে কঠিন মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল ৷ সেই হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেস্টা করে ওই ছাত্রী । এমনই অভিযোগ করেছিলেন নাবালিকার বাবা । গত ১৪ তারিখ নাবালিকাকে প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গতকয়েকদিন ধরে তাকে সুস্থ করে তুলতে চেষ্টা চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ আজ ভোরে নাবালিকার মৃত্যু হয় ।