দেশ

এবার সাংসদ পদ খারিজ হল বহুজন সমাজ পার্টি আফজল আনসারির

এবার সাংসদ পদ খারিজ হলো বহুজন সমাজ পার্টি নেতা আফজল আনসারির। উত্তরপ্রদেশের গাজিপুর লোকসভা আসন থেকে নির্বাচিত সাংসদের সদস্য পদ খারিজের কথা জানিয়ে সোমবার রাতেই লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাংসদ পদ খারিজ সংক্রান্ত বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে লোকসভার হাউজিং প্যানেলকেও। অর্থা‍ৎ রাহুল গান্ধির মতোই আফজল আনসারি্কেও সাংসদ হিসেবে পাওয়া ফ্ল্যাট থেকে উ‍চ্ছেদ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৫ সালে গাজিপুরের বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে অপহরণ করে খুন করার দায়ে আফজল আনসারিকে ৪ বছরের জেলের সাজা শুনিয়েছে সাংসদ-বিধায়ক আদালত। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করাও হয়েছে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএসপি সাংসদকে নিজেদের হেফাজতে নিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে পুলিশ। একই মামলায় আফজল আনসারির দাদা তথা বাহুবলী নেতা মুখতার আনসারিকেও ১০ বছরের জেলের সাজা শুনিয়েছিল আদালত। গাজিপুরের সাংসদ-বিধায়ক আদালতের রায়ের ফলে বসপা সাংসদ তথা বাহুবলী নেতা আফজল আনসারির সাংসদ পদ খারিজ নিশ্চিত হয়েছিল। কেননা, ভারতীয় সংবিধানের ১০২(১) ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর ধারা অনুযায়ী, ফৌজদারি অপরাধে দু’বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত কোনও ব্যক্তি সাজা ঘোষণার দিন থেকেই জনপ্রতিনিধি হওয়ার অধিকার হারাবেন। সাজাপ্রাপ্ত বসপা সাংসদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গাজিটপুর জেলা আদালতের দ্বারস্থ হওয়া হবে।