কলকাতা

অপসারিত একাধিক জেলাশাসক

এবার একাধিক জেলাশাসকদের সরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের পদ থেকে সরানো হল নির্বাচন কমিশনের ‘ইয়েসম্যান’ স্মিতা পাণ্ডেকে। তাঁকে পাঠানো হয়েছে ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর পদে। পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হয়েছেন পূর্ণেন্দু মাজি। পুরুলিয়ার জেলাশাসক পদ থেকে অপসারিত করা হল কমিশন নিযুক্ত অভিজি‍ত্‍ মুখোপাধ্যায়কে। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। পুরুলিয়ার জেলাশাসক পদে পাঠানো হল মুখ্যমন্ত্রীর সচিবালয়ের যুগ্মসচিব রাহুল মজুমদারকে। ভোটের মুখেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় স্মিতা পাণ্ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। নন্দীগ্রামে ভোট গণনা নিয়ে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, ‘পুনর্গণনা করতে নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে বারণ করেছিলেন ‘বিজেপি বান্ধব’ জেলাশাসক।’ ফলে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় ফেরার পরে তাঁর বদলি সময়ের অপেক্ষা ছিল। বুধবার বিকেলে প্রত্যাশামতোই পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের পদ থেকে স্মিতা পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি গত নভেম্বর মাসে পুরুলিয়ার জেলাশাসক হিসেবে অভিজি‍ত্‍ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধেও ভোট পর্বে বিজেপিকে মদত জোগানোর অভিযোগ তুলেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমুল প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছিল। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই নবান্নে গিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন নিযুক্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরেই পুরুলিয়ার জেলাশাসকের পদ থেকে অভিজি‍ত্‍ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।