দেশ

হুমকি ইমেল! বিটকয়েনে ৮ কোটি টাকা দিতে হবে নইলে বিস্ফোরণে উড়িয়ে দেব মুম্বই বিমানবন্দর, গ্রেফতার কেরলের যুবক

‘বিস্ফোরণে উড়িয়ে দেব মুম্বই বিমানবন্দর! যদি ১০ লক্ষ মার্কিন ডলার মূল্যের বিটকয়েন আমাকে না পাঠানো হয়।’ ইমেল মারফৎ এমন হুমকি দেওয়ায় কেরল থেকে এক যুবককে গ্রেপ্তার করল মহারাষ্ট্রের জঙ্গিদমন শাখা। মুম্বই বিমানবন্দর পরিচালনকারী সংস্থা ইমেল মারফৎ হুমকি পেয়ে পুলিসের দ্বারস্থ হয়। তদন্তে নেমে জঙ্গিদমন শাখার সাইবার বিভাগ ইমেলের আইপি অ্যাড্রেস চিহ্নিত করে। জানা যায় হুমকি পাঠানো হয়েছে কেরল থেকে। সেই খবরের ভিত্তিতে মুম্বই পুলিসের একটি দল দক্ষিণী রাজ্যটিতে উড়ে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির শেষ পাঠানো ইমেলে লেখা ছিল, ‘তোমাদের বিমানবন্দরকে এটাই শেষ সতর্কবার্তা। ৪৮ ঘণ্টার মধ্যে এই ঠিকানায় ১০ লক্ষ মার্কিন ডলার মূল্যের বিটকয়েন না পাঠানো হলে টার্মিনাল-২ বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। ২৪ ঘণ্টা বাদে ফের একবার মনে করিয়ে দেওয়া হবে।’