মোদির সাধের দ্রুতগামী ট্রেন বন্দে ভারতে ষাঁড়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৷ শনিবার সকাল ৮টা ১৭মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুম্বই সেন্ট্রাল ডিভিশনের অতুল স্টেশ্নের কাছে। যার জেরে ট্রেনের সামনের অংশে সামান্য ক্ষতি। বড় দুর্ঘটনার থেকে রেহাই পেল মুম্বই থেকে গান্ধীনগরগামী বন্দেভারত এক্সপ্রেস শনিবার সেমি-হাই স্পিড ট্রেনের সামনে গবাদি পশু চলে আসাতেই বিপত্তি। নতুন এই ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ খুলে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।