দেশ

উদয়পুরে আজ উদ্বোধন বিশ্বের উচ্চতম শিব মূর্তির

রাজস্থানের নাথদ্বারায় তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিব মূর্তি ৷ উচ্চতা ৩৬৯ ফুট ৷ যা বিশ্বের পাঁচটি উচ্চতম মূর্তির মধ্যে স্থান পেয়েছে। সদ্য নির্মিত অপূর্ব মূর্তিটির উন্মোচন পর্ব শনিবার। শুভ কাজে সম্পাদনে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিধানসভার স্পিকার সিপি যোশী প্রমুখ। এর আগে ২,৯৮৯ কোটি টাকা ব্যয়ে ‘লৌহ মানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছিল দেশ। গুজরাটের (Gujarat) নর্মদা জেলার কেভাদিয়াতে সাধু বেট দ্বীপে ১৮২ মিটার উঁচু মূর্তি স্থাপন করা হয়। ২০১৮ সালে যার আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্যাটেলের মূর্তি নির্মাণে সময় লেগেছিল পাঁচ বছর। জানা গিয়েছে, শিবমূর্তি সম্পূর্ণ করতে বারো বছর লেগেছে। কাজ শুরু হয় ২০১২ সালে। ৩০০০ টন ইস্পাত ও লোহা, ২.৫ টন সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়েছে এটি বানাতে। মূর্তির নামকরণ হয়েছে ‘বিশ্ব স্বরূপম’।