৯ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। এদিনও মুম্বইয়ের জয়ের নায়ক সেই ট্রেন্ট বোল্ট–জসপ্রীত বুমরাহ জুটি। দুই পেস বোলারের দাপটে এদিন কার্যত দিশেহারা হয়ে পড়ল দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপও। দু’জনেই তিনটি করে উইকেট নেন। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১০ রান করে দিল্লি। আর এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় মুম্বই।টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন পোলার্ড। আর তাঁর এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মুম্বই বোলাররা। প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে দিল্লির। দলের হয়ে সর্বোচ্চ রান শ্রেয়সের। তিনি ২৫ রান করেন। চার ওভার বল করে বুমরাহ দেন ১৭ রান এবং বোল্ট দেন মাত্র ২১ রান। মাত্র ১১১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন ডি’কক এবং ইশান কিষান। ডি’কক ২৬ রান করে আউট হলেও সূর্যকুমারের সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইশান। ৪৭ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি।এই ম্যাচ জেতায় মুম্বই যেমন লিগ টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থান পাওয়া নিশ্চিত করল, তেমনই কেকেআরের আশাও জিইয়ে রাখল।