দেশ ভাইরাল

ধানবাদে মর্নিং ওয়াকে বেরিয়ে ‘খুন’ বিচারক! ভাইরাল ফুটেজে চাঞ্চল্য

প্রথমে ভাবা হয়েছিল হিট অ্যান্ড রান কেস। সকালে জগিং করতে বেরিয়েছিলেন বিচারক। কোনও যান এসে ধাক্কা দিয়েছে তাঁকে। এমনটাই ধরে নিয়েছিল পুলিশ। কিন্তু নাহ্‌। ভুল ভাঙল একটি সিসিটিভি ফুটেজ থেকে। তাতে স্পষ্ট দেখা গিয়েছে, একটি অটো ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে চলে গেল ঝাড়খণ্ডের জেলা এবং অতিরিক্ত বিচারক উত্তম আনন্দকে। সেই নিয়ে তুমুল সোরগোল। মামলা উঠল সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা জানালেন, এই নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। ‘‌আমরা বিষয়টি সম্পর্কে অবহিত, এই নিয়ে পদক্ষেপ করব’‌। অভিযুক্ত অটো চালক এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ধাক্কা মারার কয়েক ঘণ্টা আগেই অটোটি চুরি করা হয়েছে বলা জানা গিয়েছে। বুধবার ভোর ৫টায় ধানবাদের রাস্তায় জগিং করতে বেরিয়েছিলেন বিচারক উত্তম আনন্দ। তাঁর বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে ধাক্কা দেয় অটোটি। তার পর সোজা বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে মৃত্যু হয় আনন্দের। যদিও তখনও তাঁর পরিচয় জানা যায়নি। সকাল ৭টার সময়ও বাড়ি ফেরেননি দেখে পরিবারের লোকজন থানায় ডায়েরি করে। তখনই পুলিশ ওই হাসপাতালে খোঁজ পেয়ে ছুটে যায়। গোটা ঘটনা সামনে আসে। ধানবাদে বেশ কয়েক জন মাফিয়াদের মামলা শুনছিলেন আনন্দ। দিন কয়েক আগে ২ জন গ্যাংস্টারকে জামিন দিতে অস্বীকার করেন। তাঁর খুনের সঙ্গে এসবের যোগ রয়েছে কিনা, খুঁজে দেখছে পুলিশ। সুপ্রিম কোর্টে অন্য একটি এজলাসে এই মৃত্যুর ভিডিও নিয়েও শুনানি চলছে। বলা হয়েছে, যে ভিডিওটি ভাইরাল, সেটি কোনও সিসিটিভি ফুটেজ নয়। কেউ মোবাইলে তুলেছে।কে বা কারা এসব করেছে, তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। দেখুন সেই ভিডিও