জেলা

মুসলিম মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হোক, দাবি হমায়ুন কবীরের

শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর জানতে চান তফশিলি জাতি, উপজাতি মহিলাদের মতো মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা করে দেওয়া হবে কি? বিধানসভায় তাঁর সেই প্রশ্নর জবাব দেন রাজ্যের শিল্প বাণিজ্য, নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। প্রশ্নোত্তর পর্বে একটি রিপোর্ট তুলে ধরেন হুমায়ুন। তিনি বলেন, মুসলমান মহিলাদের অবস্থা আর্থিকভাবে ভাল না। যখন পঞ্চায়েতের ভোটের প্রচারে গিয়েছিলাম তখন ওই মহিলারা বলেছিলেন আমরা ৫০০ টাকা পাচ্ছি। ওরা ১০০০ টাকা করে পাচ্ছে। এর জবাবে মন্ত্রী শশী পাঁজা বলেন, ধর্মীয়ভাবে এটা করা হয় না। এটা প্রান্তিক মানুষদের জন্য মুখ্যমন্ত্রী শুরু করেছেন। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তার সংখ্যা ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩৩ জন।