কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের ছাত্রের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোনপাল মজুমদার। ২৭ বছর বয়স তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ বিভাগে পড়াশোনা করত সে। জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি পর্ণশ্রী থানা এলাকার মহেন্দ্র ব্যানার্জি রোড এলাকায়। সোনপালের বন্ধুদের দাবি, বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ বিভাগের সেমেস্টারের পরীক্ষা চলছে বর্তমানে। তৃতীয় সেমিস্টারের প্রথম দুটি পরীক্ষাও দেয় সোনপাল। মঙ্গলবার তার তৃতীয় পরীক্ষা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।  সোনপাল মজুমদারের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, সে বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। বিশ্ববিদ্যালয়ের ফিল্প স্টাডিজ বিভাগের অতিথি অধ্যাপকদের সঙ্গে বেশ কিছুদিন ধরে সে অসংলগ্ন আচরণ করেছিল বলে দাবি তার বন্ধুদের। এমনকি বন্ধুদের সঙ্গেও বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলছিল ওই পড়ুয়া। যা তার বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি। তবে কী কারণে ওই পড়ুয়া এমন অসংলগ্ন আচরণ করছিল, তা স্পষ্ট নয় কারোর কাছে। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে পড়ত সোনপাল। পরে বিষয় পরিবর্তন করে সে। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে পড়া শুরু করে ওই পড়ুয়া। সোনপালের রহস্যজনক মৃত্যু মেনে নিতে পারছে না তার বন্ধুরা। ঘটনায় ভেঙে পড়েছেন তার আত্মীয় পরিজনরা। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মঘাতী হয়েছে সে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।