ভাইরাল

বৃষ্টি থামতেই সাদা ফেনায় ঢাকল বেঙ্গালুরুর রাস্তা, ভাইরাল ভিডিও

দু’দিনের টানা বৃষ্টিতে ভিজেছে বেঙ্গালুরু। আর বৃষ্টি থামতেই রাস্তা জুড়ে সাদা সাদা ফেনা। যা দেখে কার্যত অবাক বেঙ্গালুরুবাসী। শহরের বেশ কিছু রাস্তায় সাদা ফেনার মতো কিছু পড়ে থাকতে দেহে স্থানীয়রা। এই অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠেছেন বহু মানুষ। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। মার্চের শুরু থেকেই গরমে দাপট বাড়ছিল বেঙ্গালুরুতে। গরমে অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের এয়ার কন্ডিশনড সিটিতে। এরপর শনিবার বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে বেঙ্গালুরুবাসীর। কিন্তু বৃষ্টির পরই এই ধরনের আশ্চর্যজনক ঘটনা অবাক করেছে অনেককেই। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য রেখেছেন নেটিজেনরা। কেউ বলছেন, এটা দূষণের ফল। কেউ আবার ঠাট্টার সুরে বলছেন, রাস্তায় জামাকাপড় কাচার সার্ফ ছিটিয়ে দেওয়া হয়েছে। আদতে এই সাদা ফেনা আসলে কী তা এখনও জানা যায়নি।