কলকাতা

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যসচিব

ফের বাড়ছে করোনা। তারই মাঝে কলকাতা বিমান বন্দরে এক বিদেশি নাগরিকের আরটিপিসিআর রিপোর্ট এসেছে পজিটিভ। গত, শনিবার ব্যাঙ্কক ফেরৎ এক ব্যক্তির রিপোর্ট আসে পজিটিভ। এই পরিস্থিতিতে কোভিড নিয়ে আগামী বুধবার দুপুর ১২টা নাগাদ বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার প্রিন্সিপ্যাল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। মনে করা হচ্ছে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে। উল্লেখ্য, গত রবিবার রাতে দুবাইয়ের এক নাগরিক কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। এদিন কলকাতা বিমানবন্দরে করোনা টেস্টের সময়ে ওই মহিলার রিপোর্টে পজিটিভ আসে। তিনি ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক বলে জানা গিয়েছে। কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়া যাচ্ছিলেন তিনি। তার জন্য কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। তখন কোভিড টেস্টে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট আছেও। ওই মহিলার নমুনা জেনোম সিকোয়েন্স এর জন্যে পাঠানো হবে। দেখা হবে তিনি করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) আক্রান্ত কি না। উল্লেখ্য, পড়শি রাজ্য ওড়িশাতে নয়া এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট রুখতে তৎপর পশ্চিমবঙ্গ।