কলকাতা

নবান্ন অভিযানের নামে গুন্ডামি, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল বিজেপি কর্মীরা!

 নবান্ন অভিযানের আঁচ কলকাতাতে। মধ্য কলকাতার মহাত্মা গান্ধি রোডে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। দমকলকর্মীরা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মহাত্মা গান্ধি রোড ও বড়বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাঠ বন্ধ করে আতঙ্কে ব্যবসায়ীরা পালিয়ে যান। মুরলিধর সেন লেন-য়ে রাজ্য বিজেপির সদর দফতরের সংলগ্ন এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির

মতো ইট ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মীরা। মধ্য কলকাতায় স্তব্ধ হয়ে যায় যানচলাচল। লালবাজারের সামনে অতর্কিতে বিজেপি কর্মীরা হাজির হলে  পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। হাওড়া ময়দান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। শহরের একাধিক জায়গায় পুলিশকর্মীরা আহত হন।