কলকাতা পুজো

রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে, ‘উৎসবে না বিতর্কের’ মধ্যেই নোটিশ জারি করল নবান্ন

আর দিন সাতেকের মধ্যেই রাজ্যজুড়ে শুরু দুর্গোৎসব। এই বছর সব থেকে বেশি অনুদান দেওয়া হয়েছে দুর্গাপুজো উপলক্ষ্যে। ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে দুর্গাপুজো কমিটিগুলিকে। আবার গুটি কয়েক ক্লাব এই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ তারা নেবে না। কারণ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে এমন সিদ্ধান্ত। আবার এখন কর্মবিরতি উঠে গিয়েছে। তার আগেই সবাইকে উৎসবে ফিরে আসার আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তা নিয়ে জোর সমালোচনা করেন। এই আবহে এবার কার্নিভাল করার নোটিশ জারি করল নবান্ন। প্রত্যেক বছরই দুর্গাপুজোর শেষে কলকাতার রাজপথে হয় কার্নিভাল। সেখানে শহর থেকে শুরু করে ভিনদেশের মানুষজনও দেখতে আসেন দুর্গাপুজোর কার্নিভাল। এবার তার দিনক্ষণ ঘোষণা করে দিল নবান্ন। এখন এমনিতেই শহর এবং গ্রামে উৎসবের আমেজে মেতেছে বাংলা। প্রস্তুতিও চরমে। তার আগেই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, উৎসবে ফেরার কথা। এই নিয়েও বিতর্ক তৈরি করেন অনেকে। তবে দুর্গাপুজোর পর যে কার্নিভাল হয় রেড রোডে সেটা কি এবারও হবে?‌ প্রশ্ন ছিল অনেকেরই। আজ মিলল উত্তর। নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে নোটিশ জারি করে ঘোষণা করা হল, আগামী ১৫ অক্টোবর রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হবে।