পথ অবরোধ, বিক্ষোভ সহ একাধিক অশান্তির ঘটনায় ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। এবার রাজ্যের জেলায় জেলায় অশান্তি রুখতে সব জেলা প্রশাসনকে আগাম সতর্ক করল নবান্ন। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জেলাগুলিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে শনিবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই হাওড়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি, অন্য জেলা প্রশাসনকেও এদিন সতর্ক করা হয়েছে। প্রশাসনের উচ্চ স্তর থেকে জেলা প্রশাসনগুলিকে এদিন একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে, বলা হয়েছে কোথাও জমায়েত হলে কঠোরভাবে তার মোকাবিলা করতে হবে প্রশাসনকে। গাড়ি, বাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে তাদেরকে গ্ৰেফতার করার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে অশান্তির জেরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ও রেজিনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়ার মতো আরও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর সামনে এসেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আর এই আবহে যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায় সেই কারণে আগে ভাগেই অন্য জেলা প্রশাসককে সতর্ক করলেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। অন্যদিকে হাওড়ায় অশান্তির ঘটনায় গত দু’দিন ধরে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কেসের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে বলে জানা গিয়েছে। শনিবার জাতীয় সড়কে কোনও অবরোধের ঘটনা ঘটেনি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। হাওড়ায় পরিস্থিতি প্রশাসনের আয়ত্তে আসছে বলেও জানানো হয়।জানা গিয়েছে, হাওড়ার মতো অশান্তি শুরু হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায়। সেখানেও অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে একদল দুষ্কৃতী। তাই আগে ভাগে সতর্ক প্রশাসন। সূত্রের খবর, সেই বৈঠকে হাওড়ার অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি, অন্য প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। প্রশাসনের শীর্ষ স্তর থেকে এদিন একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে, কোথাও জমায়েত হলে কঠোর হাতে মোকাবিলা করার নির্দেশ দিওয়া হয়েছে। গাড়ি,বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে গ্ৰেফতারির কথা বলা হয়েছে। ইতিমধ্যে মুর্শিদাবাদের বেলডাঙা, রেজিনগরে ইন্টারনেট পরিষেবা বন্ধও করে দেওয়া হয়েছে।