কলকাতা

পাকা বাড়ি থাকলে তাঁরা কোনও ভাবেই আবাস যোজনার বাড়ি পাবেন না, কড়া পদক্ষেপ নবান্নের

আবাস যোজনা প্রকল্প নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের। আবাস যোজনা যাচাই পর্ব নিয়ে জেলা প্রশাসনকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রভাবশালী কেউ যাচাই পর্বে হস্তক্ষেপ করলে জেলা প্রশাসনকে জানিয়ে ওই জায়গায় কঠোর হাতে যাচাই চালাতে হবে। এদিনের বৈঠকে পাঁচটি জেলাকে সতর্ক করেছেন মুখ্যসচিব। কারণ ওই জেলাগুলিতে যাচাই কম হয়েছে। পাকা বাড়ি থাকলে আবাস যোজনার তালিকায় নাম থাকলে আগে বাদ দিন। কোথাও যাচাই করা নিয়ে ঝামেলা হলেই জেলাশাসকদের ব্যবস্থা নিতে হবে। আজ, মঙ্গলবারের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি তিনি এদিন বৈঠকে জানিয়েছেন, আশা-আইসিডিএস কর্মীদের মাধ্যমে যাচাই পর্ব অনেকটাই শেষ। বাকি থাকা কাজ চলাকালীন কেউ বাধা প্রাপ্ত হলে হস্তক্ষেপ করতে হবে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের। নজর রাখতে হবে জেলাশাসকদের। বাধাপ্রাপ্ত হলে পুলিশের সাহায্যও নিতে হবে নির্দেশ মুখ্যসচিবের।