জেলা

প্রকাশ্য সভায় অভিষেকের নির্দেশের পরেই তড়িঘড়ি ইস্তফা তৃণমূল পঞ্চায়েত প্রধানের

পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়ায়। দলের সভা থেকে নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। শনিবার রানাঘাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পার্থ প্রতিম দে আপনি কি আছেন? থাকলে বলুন শেষ কবে গ্রামে গিয়েছিলেন? প্রধান থাকবেন কেন? সোমবারের মধ্যে ইস্তফা দিন। চারবছর এলাকায় যাননি। তোপ দেগে তিনি বলেন, ব্লক সভাপতিদের বলছি প্রধান কাজ না করলে তার দায় আপনারও।’ প্রকাশ্য সভায় অভিষেকের ওই ঘোষণার পরই ইস্তফা দেন তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতীম দে। চাকদা ব্লক তৃণমূল সভাপতি, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও চাকদার বিডিওকে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পার্থপ্রতীম তাঁর পদত্যাগ পত্রে লিখেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি নির্বাচিত হয়েছিলেন। দলীয় নির্দেশে ইস্তফা দিচ্ছি। পদত্যাগের ডেডলাইন সোমবার পর্যন্ত থাকলেও তার অনেক আগেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন পার্থপ্রতীম। এনিয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। প্রধান হওয়ার পর বহুবার গ্রামে গিয়েছি। প্রথম দিন থেকেই দলটা করি। আমি নতুন তৃণমূল নই। দল যেটা সিদ্ধান্ত নেব সেটাই মেনে নেব।