বিজ্ঞান-প্রযুক্তি

ভারতী মাইক্রোব্লগিং সাইট ‘কু’-এর অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার

 কু-এর অ্যাকাউন্ট সাসপেন্ড করল কর্তৃপক্ষ। আজ, এই কথা জানিয়েছেন কু-এর কর্ণধার মায়াঙ্ক বিদ্বাক্তা।  দেশে ভারতীয় মাইক্রোব্লগিং সাইটটির প্রায় ৫ কোটি ব্যবহারকারী রয়েছে। তবুও কেন আচমকাই টুইটার থেকে সরিয়ে দেওয়া হল কু-এর অ্যাকাউন্টটি, তা নিয়ে দ্বন্দ্বে সকলেই।  মায়াঙ্ক জানিয়েছেন, ‘মাত্র দু’দিনের নোটিশেই অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। পর্যাপ্ত কারণও দেখানো হয়নি’।  তাঁর মতে সবটাই টুইটারের নতুন কর্ণদার এলন মাস্কের অঙ্গুলিহেলনেই হচ্ছে। গতকালই, একাধিক নামকরা সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। তারই সঙ্গে বাতিল হয়ে যায় @কুএমিনেন্স নামের হ্যান্ডেলের অ্যাকাউন্টটিও। এই নিয়ে মাস্ককে তীব্র কটাক্ষ করেছেন কু-এর কর্তা মায়াঙ্ক বিদ্বাক্তা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, ‘আমরা কোনও দিনই আচমকা কোনও নীতি নির্ধারন করিনি। পুরোটাই স্বচ্ছ এবং ব্যবহারকারীদের কথা বিবেচনা করে করা’। তিনি আরও জানান, টুইটার এখন আর একটি মাধ্যম নয়। এটি প্রকাশক হয়ে গিয়েছে। মর্জিমত চলছে। গতকালের পদক্ষেপ নিয়ে যাতে বেশি আলোচনা না হয় তাই রাতারাতি শব্দ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। ট্রেন্ডিং থেকে #এলন মাস্ক ডেস্ট্রয়িং টুইটার ট্রেন্ড তুলে নেওয়া হয়েছে। মায়াঙ্ক বলেন, এখনই যদি না আমরা আওয়াজ তুলি, তাহলে যা চলতেই থাকবে’।