নাগপুরে একটি পাবের ঢুকতে না পেরে প্রকাশ্যে নগ্ন হওয়ার হুমকি দিলেন তরুণী। মত্ত অবস্থায় তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগও উঠেছে। ক্লাব কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পুলিশ আসার আগেই পালিয়ে যান তরুণী। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বঙ্গ নিউজ ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি গত ২৪ মার্চের। নাগপুরের একটি অভিজাত পাবের সামনে তুমুল বচসা বাঁধে এক তরুণী ও নিরাপত্তারক্ষীদের। অভিযোগ, নেশাগ্রস্ত ওই তরুণী জোর করে পাবে ঢোকার চেষ্টা করেন। যদিও ওই পাবে তাঁর সদস্য পদ ছিল না। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে বচসা চরমে পৌঁছায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি অন্তর্বাস এবং বোতাম খোলা শর্টস পরে আছেন তরুণী। চিৎকার করে নিরাপত্তারক্ষীদের দিকে তেড়ে আসছেন তিনি। এমনকী পাবে ঢুকতে না পেরে পাব কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। তাঁদের ফাঁসানোর হুমকি দেন। তাঁকে ক্লাবে ঢুকতে না দেওয়া হলে তিনি কর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনবেন বলেও জানান।