নৈহাটিতে শ্যুটআউট। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী। মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে ওই এক তৃণমূল কর্মীর। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, নৈহাটি পানি ট্যাংকির কাছে ঘটনাটি ঘটে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নৈহাটি পালঘাট রোড এলাকাতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো টোটোতে করে বাড়ি ফিরছিলেন নৈহাটি তৃণমূল কর্মী সন্তোষ যাদব। সন্তোষকে দেখতে পেয়ে ছয় জন দুষ্কৃতী দুটি বাইকে করে এসে তার টোটো ঘিরে ধরে প্রথমে তাকে লক্ষ্য করে এলো পাথারি ইট পাথর ছুড়তে থাকেন ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সন্তোষ। স্থানীয় তৃণমূল কর্মীরা খবর পেলে ঘটনাস্থল থেকে সন্তোষকে উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পৌঁছার নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে ব্যারাকপুর এর সংসদ পার্থ ভৌমিক নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বিধায়ক সাংসদ ও পুরপ্রধান জানান, তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে তিন রাউন্ড গুলি করে খুন করা হয়েছে এই ঘটনার সঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যুক্ত আছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব।
