বিমানবন্দরে তাণ্ডব। নগ্ন হয়ে চিৎকার, বিমানকর্মীদের উপর হামলা, মহিলা যাত্রীর কাণ্ডে তাজ্যব গোটা বিশ্ব। ভাইরাল সেই মুহূর্তের ভিডিও। জানা গিয়েছে,ঘটনাটি গত ১৪ মার্চের। টেক্সাসের ডালাস ফোর্থ ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে এই কাণ্ড ঘটান ওই মহিলা। এদিন সকালে আচমকাই বিমানবন্দরে ঢুকে জামাকাপড় খুলে নগ্ন হয়ে যান সামান্থা পালমা নামে ওই মহিলা। চিৎকার শুরু করেন। শুধু তাই নয়, অন্যান্য যাত্রীদের লক্ষ্য করে জলের বোতল ছুড়তে থাকেন। ভেঙে দেন বিমানবন্দরের একটি টিভি। অদ্ভুদভাবে নাচতে শুরু করে। তাঁর কাণ্ডকারখানা দেখে তাঁকে আটকাতে গেলে বিমানবন্দরের দুই কর্মীর উপর চড়াও হন তিনি। অভিযোগ, ওই দুই কর্মীর গায়ে পেনসিল গেঁথে দেওয়া হয়। এখানেই শেষ নয়, বিমানবন্দরের এক হোটেল ম্যানেজারের হাতে কামড়ে দেন সামান্থা। তাঁকে ধরতে গেলে টার্মিনাল ডি-এর গেট ডি-১-এ একটি আপৎকালীন দরজার আড়ালে লুকিয়ে পড়েন তিনি। পরে সেখান থেকেই তাঁকে আটক করা হয়। পুলিশি জেরায়, সামান্থার দাবি, শারীরিক কিছু সমস্যা রয়েছে তাঁর। সেদিন ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন তিনি। তাই এই কাণ্ড। তাঁর সঙ্গেই ভ্রমণ করছিল তাঁর ৮ বছরের মেয়ে। তাকে উদ্ধার করে নিরাপদে অন্যত্র নিয়ে যায় পুলিশ।
