দেশ বিদেশ

আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে ১০টি দাওয়াই প্রধানমন্ত্রী মোদির

বৃহস্পতিবার লাওসে আয়োজিত ২১তম আসিয়ান-ইন্ডিয়া সামিটে বক্তৃতা পেশের সময়, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে ১০টি দাওয়াই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জোর দিয়েছেন এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের উপর।এদিনের অনুষ্ঠান মঞ্চে মোদি তাঁর ভাষণে বলেন, গত এক দশকে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে বেড়েছে অনেকাংশে। টাকার অঙ্কে তা ১৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। মোদি মনে করেন, এর ফলে সংশ্লিষ্ট প্রত্যেকটি দেশের মধ্যে আগের তুলনায় আর্থিক সম্পর্ক অনেক বেশি পোক্ত হয়েছে। এই প্রসঙ্গে মোদি বলেন, ‘আমি বিশ্বাস করি, একবিংশ শতাব্দী আসলে আসিয়ান শতাব্দী। এই শতাব্দী হল ভারত এবং আসিয়ান দেশগুলির শতাব্দী।’ উল্লেখ্য, এদিনের এই অনুষ্ঠানে ভারত ও লাওস ছাড়াও যে দেশগুলি অংশগ্রহণ করেছে, সেগুলি হল – মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর। মোদির প্রস্তাব, ২০২৫ সালটিকে ‘আসিয়ান-ভারত পর্যটন বর্ষ’ হিসাবে উদযাপন করা হোক। পাশাপাশি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কলারশিপও দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে, ভারতের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্য়ালয়ে আসিয়ান দেশগুলি থেকে আসা পড়ুয়াদের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করার কথা বলেছেন। ভারতের ‘অ্য়াক্ট ইস্ট পলিসি’র ১০ বছর পূর্তি উপলক্ষ্য়ে জনমুখী একগুচ্ছ পরিকল্পনার প্রস্তাব পেশ করেছেন মোদী। তার মধ্যে রয়েছে যুব সম্মেলন, স্টার্ট-আপ উৎসব, সঙ্গীত উৎসব প্রভৃতি। এদিন মোদী আসিয়ান-ভারত বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন তহবিলের অধীনে আসিয়ান-ভারত মহিলা বিজ্ঞানী সম্মেলন আয়োজন করার কথা ঘোষণা করেছেন।ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস, বিপর্যয় মোকাবিলায় তাঁর সরকার ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করতে প্রস্তুত। একইসঙ্গে, স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত ও আধুনিক করার পক্ষে সওয়াল করেছেন মোদি। সেইসঙ্গে, আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্য়ে যাতে নির্দিষ্ট সাইবার নীতি বজায় থাকে, তার জন্য নিয়মিত আলোচনা চালানোর পাশাপাশি গ্রিন হাইড্রোজেন নিয়ে একটি কর্মশালা আয়োজনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।