দেশ

‘আপনাদের স্বপ্নপূরণে আমাদের অঙ্গীকার’, সুপ্রিমকোর্টের রায়ের পর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

সুপ্রিম রায়ের পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে নরেন্দ্র মোদী ৩৭০ অনুচ্ছেদ নিয়ে দেশের শীর্ষ আদালতের রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দেন। সোমবার সুপ্রিম কোর্টের রায়দানের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে ৩৭০ অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্ত বহাল রেখে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এটি ২০১৯ সালের ৫ অগাস্ট নেওয়া সরকারের সিদ্ধান্তেই সিলমোহর দিল। এই রায় নতুন আশা জাগাল। জম্মু-কাশ্মীর এবং লাদাখে বসবাসকারী আমাদের ভাইবোনেদের উন্নতি ও অগ্রগতির দিকে আরও একধাপ এগিয়ে দিল। আদালত তার প্রজ্ঞা এবং চিন্তাধারার মাধ্যমে বুঝিয়ে দিল ভারতে ঐক্য সুদৃঢ় রয়েছে। ভারতীয়রা সেই একতাকেই সব কিছুর ঊর্ধ্বে রাখে।’ নরেন্দ্র মোদী তাঁর দীর্ঘ পোস্টে আরও লেখেন, ‘আমি জম্মু-কাশ্মীর এবং লাদাখের সহনশীল জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনাদের স্বপ্নপূরণে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। উন্নতি এবং অগ্রগতির সুবিধা প্রান্তিক এবং দুর্বল মানুষের কাছেও পৌঁছে যাবে, প্রতিশ্রুতি দিচ্ছি। যারা ৩৭০ অনুচ্ছেদের ভুক্তোভোগী, তাঁদের কাছে সমস্ত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্যও আমরা অঙ্গীকারবদ্ধ।’নরেন্দ্র মোদীর মতে, ‘আজকের রায় শুধু আইনি রায় নয়, এটি একটি আশার আলো, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এবং একটি শক্তিশালী, অখণ্ড ভারত গড়ার সম্মিলিত সংকল্পের প্রমাণ।’