দেশ

Kalyani Aiims : নেই দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র, তবু কল্যাণী এইমসের ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদের ছাড়পত্র না-থাকা সত্ত্বেও, কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর কল্যাণী এইমসের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শনিবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তারা কল্যাণী এইমসকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দিতে পারবে না ৷ তারপরেও রবিবার কল্যাণী এইমসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য, এদিন কল্যাণীতে উদ্বোধন মঞ্চে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি এইমসের ইন্ডোর পরিষেবার সূচনায় কল্যাণী তথা রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ৷ কিন্তু প্রশ্ন হল উদ্বোধন তো হল, এইমসে সাধারণ নাগরিক কি পরিষেবা সুষ্ঠুভাবে পাবেন ? কারণ, রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ আগেই জানিয়েছিল, পরিবেশগত ছাড়পত্র ছাড়া হাসপাতাল চালু হলে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ৷ ফলে কল্যাণী এইমসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷