দেশ

বেসরকারি হাসপাতালে জিএসটি সহ ১০০০ টাকায় মিলবে ন্যাজাল ভ্যাকসিন, জানাল ভারত বায়োটেক

ইঞ্জেকশনের বদলে ন্যাজাল ভ্যাকসিনে ইতিমধ্যেই  ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার।যা  হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারাও। কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করার পর  আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন। ছাড়পত্র পাওয়ার পরেই দাম নির্ধারন করতে বসেছিল ভ্যাকসিন প্রস্তুতকারি সংস্থা ভারত বায়োটেক । মঙ্গলবার তারা ভ্যাকসিনের দাম নির্ধারণ করে ফেলেছে। সূত্রের খবর, ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন iNCOVACC এর দাম বেসরকারি হাসপাতালে পড়বে ৮০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫ শতাংশ জিএসটি। ফলে সবেমিলিয়ে ভ্যাকসিনটির দাম পড়বে ৮৪০ টাকা। এরপরও রয়েছে খরচ। ভ্যাকসিন দেওয়ার খরচ নেবে বেসরকারি হাসপাতাল। এর জন্য হাসপাতাল খরচ নিতে পারবে সর্বোচ্চ ১৫০ টাকা। ফলে সবেমিলিয়ে খরচ হতে পারে ১০০০ টাকা। 

ন্যাজাল ভ্যাকসিনের সুবিধাগুলো হল

এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনও সুচ লাগে না। ফলে, কোনওরকম ক্ষত তৈরি বা সংক্রমণের সম্ভাবনা থাকে না ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া খুব সহজ হওয়ায়, প্রয়োজন হয় না কোনও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর।

ভ্যাকসিন নেওয়ার পর যে যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হতে পারে, সেগুলি হল –

মাথা ব্যথা, জ্বর, নাক দিয়ে জল পড়া এবং হাঁচি হওয়া।