দেশ

মস্কো সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে ও শান্তি ফেরাতে যথাসাধ্য চেষ্টা করবে ভারত। ইতালিতে জি-৭ সম্মেলনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রথমে রাশিয়া ও পরে ইউক্রেন সফর করেন মোদি। দুই দেশে গিয়েই যুদ্ধ থামানোর ও শান্তি ফেরানোর কথা বলেছিলেন তিনি। তারপরেই দিন কয়েক আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো ও শান্তি ফেরানোর কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই কাজে মধ্যস্থতা করার জন্য চীন, ভারত ও ব্রাজিলের মধ্যে রাষ্ট্রগুলির পদক্ষেপ চান তিনি। সূত্রের খবর, তারপরেই উদ্যোগ নিয়েছে ভারত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সমস্যা মেটাতে পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। আর সেই কারণেই চলতি সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের ফোনে কথা হয়। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে মস্কোয় পাঠানো হবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, গতকাল, শনিবারই এমনটাই জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি।