উজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় সামনে আসা মাত্রই এবার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও বাতিল কর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ৷ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিতে গবেষক এবং অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করতে হয় ছাত্রছাত্রীদের৷ শুক্রবার এনটিএ-এর তরফে জারি করা সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৫ জুন এবং ২৭ জুন যে জয়েন্ট সিএসআইআর নেট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল, অনিবার্য কারণ বশত সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে৷ পরীক্ষা ফের কবে নেওয়া হবে তা পরে csirnet.nta.ac.in ওয়েবসাইটেই পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷ গত ১৯ জুনই পরীক্ষায় অনিয়মের আশঙ্কা করে UGC-NET পরীক্ষা বাতিল কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ তারপরেই ঘটনার কার্যকারণ অনুসন্ধানে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে৷ গত ২০ জুন থেকে এই বিষয়ে তদন্ত করছে সিবিআই৷ যার জেরে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছে তৃতীয় মোদি সরকার।