দেশ

এবার বাতিল করা হল বিজ্ঞানের CSIR UGC NET-ও, ফের প্রশ্নের মুখে NTA এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

উজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় সামনে আসা মাত্রই এবার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও বাতিল কর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ৷ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিতে গবেষক এবং অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করতে হয় ছাত্রছাত্রীদের৷ শুক্রবার এনটিএ-এর তরফে জারি করা সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৫ জুন এবং ২৭ জুন যে জয়েন্ট সিএসআইআর নেট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল, অনিবার্য কারণ বশত সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে৷ পরীক্ষা ফের কবে নেওয়া হবে তা পরে csirnet.nta.ac.in ওয়েবসাইটেই পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷ গত ১৯ জুনই পরীক্ষায় অনিয়মের আশঙ্কা করে UGC-NET পরীক্ষা বাতিল কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ তারপরেই ঘটনার কার্যকারণ অনুসন্ধানে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে৷ গত ২০ জুন থেকে এই বিষয়ে তদন্ত করছে সিবিআই৷ যার জেরে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছে তৃতীয় মোদি সরকার।