কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরানোর দিনেই পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। আর ওই বৈঠক ঘিরেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও কী নিয়ে বৈঠক তা খোলসা করেননি দুজনের কেউই।
গত কয়েকদিন ধরেই ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে’র কংগ্রেসে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছিল। একের পর এক নির্বাচনে ভরাডুবির পরে বেহাল শতাব্দী প্রাচীন দলের হাল ফেরানো নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে দফায়-দফায় বৈঠকে বসেছিলেন দেশের সবচেয়ে সফল ভোট রণনীতিকার। কিন্তু মঙ্গলবার দুপুরে প্রথমে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানান, ‘কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়েছেন প্রশান্ত কিশোর।’ খানিকবাদে একই কথা জানিয়ে টুইট করেন পিকে।