ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম থানার খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের পাশের জঙ্গলে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সোমবার সকালে খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সের সামনের জঙ্গলে(Forest) গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর দেওয়া হয় নয়াগ্ৰাম থানায়।খবর জানাজানি হতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় । কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুগলের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন এই
দুজনের সম্পর্ক মেনে নেয়নি। এই নিয়ে মত বিরোধ তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। এদিকে ওই যুগল দুইজনেই প্রাপ্তবয়স্ক ছিল না। তাই তাদের সম্পর্ক মেনে নেবে না পরিবারের সদস্যরা এটা বুঝতে পেরেই, চরম পরিণতি ঘটানোর সিদ্ধান্ত নেয় পুলিশ । দুটি পরিবারের সদস্যদের ডেকে মৃতদেহ সনাক্ত করানোর পর তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে। ওই প্রেমিক যুগলের মোবাইল ফোন ছিল কিনা তার সন্ধান করছে পুলিশ । কারণ দুজনের মোবাইল ফোন উদ্ধার হলে সেখান থেকে অনেক অজানা তথ্য জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।