এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপসারণ করা হল খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে। সোমবারই প্রদীপ সরকারকে চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দল। প্রদীপ সরকারকে কেন্দ্র করে তৃণমূলে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। সমাজবিরোধীদের দিয়ে কাউন্সিলরদের হুমকি , তাঁদের বাড়ি ঘেরাও করার চেষ্টার অভিযোগ ছিল চেয়ারম্যানের বিরুদ্ধে। লিখিত অভিযোগ করা হয় থানা সহ অভিষেকের কাছে। খড়গপুরের ২৫ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ২১ জনই প্রদীপবাবুর বিরোধী ছিলেন। এরপরই চেয়ারম্যান পদ থেকে প্রদীপ সরকারকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।