জেলা

চতুর্থী ও পঞ্চমীতে শিলিগুড়িতে পুজো পরিক্রমার প্যাকেজ এনবিএসটিসি-র

শিলিগুড়িতে দুর্গাপুজো দর্শনার্থীদের জন্য বাসে করে মণ্ডপে ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করছে পরিবহণ সংস্থা এনবিএসটিসি। পুজো পরিক্রমার পাশাপাশি রাতে দর্শনার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করছে তারা । মাথাপিছু মাত্র ৩০০ টাকায় এই প্যাকেজ রাখা হয়েছে । চতুর্থ ও পঞ্চমীতে সংস্থার বাসে করে শিলিগুড়ি শহর ও শহরতলির নামী পুজোগুলির মণ্ডপে ঘোরানো হবে। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘‘কোভিডের কারণে গত দু’বছর ভালোভাবে পুজো হয়নি । এবার গোটা রাজ্য জুড়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই । প্রচুর মানুষের ভিড় হবে । তাই দর্শনার্থীদের সুবিধার্থে এই প্যাকেজ চালু করা হয়েছে ।’’