জেলা

পর্যটকদের জন্য এবারও পুজোয় এনবিএসটিসি-র প্যাকেজ ট্যুর

পুজোর সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পর্যটকরা খুব সহজে ও সাধ্যের মধ্যে বেড়াতে যেতে পারেন, তারজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করল। এবারও ‘সবুজের পথে হাতছানি’ নামে ওই প্যাকেজ ট্যুরের সম্পূর্ণ ব্যবস্থা রেডি করে ফেলেছে সংস্থাটি। নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে অথবা সরাসরি কোচবিহার ও জলপাইগুড়িতে সংস্থার ডিপোতে গিয়ে খুব সহজেই এই ট্যুরের বুকিং ও অন্যান্য আয়োজন করা যাবে। সংস্থার ছোট গাড়িতে ১০ থেকে ১৫ জন পর্যটকের বুকিং হলেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে আসা যাবে। কম খরচে স্বল্প সময়ের ট্যুর হিসেবে এই ভ্রমণ অনবদ্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দত্ত বলেন, আমরা ‘সবুজের পথে হাতছানি’ শারদ ভ্রমণের জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছি। পর্যটকরা নিয়মমতো বুকিং করলেই ওই ভ্রমণ শুরু করা সম্ভব হবে। প্রতি বছরই প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতে হাজার হাজার মানুষ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলিতে বেড়াতে যান। রিসর্ট, লজ, হোটেল, হোম স্টেগুলি পর্যটকদের ভিড়ে ভরে যায়। যদিও করোনার কারণে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। তবু পুজোর সময়ে মানুষ যাতে বেড়াতে যেতে পারেন, সেজন্য সবুজের পথে হাতছানি নামক শারদ ভ্রমণের ব্যবস্থা রেখেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এই প্যাকেজ ট্যুরের মাধ্যমে কোচবিহার থেকে মূর্তি, ঝালং, বিন্দু যাওয়া যাবে। একদিনের এই প্যাকেজ ভ্রমণের জন্য মাথাপিছু এক হাজার টাকা করে লাগবে। কোচবিহার থেকে কেউ যদি মূর্তি, লাটাগুড়ি, চালসা, সুনতালেখোলা, রকি আইল্যান্ড যেতে চান, তাহলে জন প্রতি খরচ পড়বে দুই হাজার ৭০০ টাকা। এই ট্যুর এক রাত ও দুই দিনের। আবার কেউ রকি আইল্যান্ড, গোরুবাথান, লাভা, রিকিসুম, ডেলো, কালিম্পং হয়ে সেভক বেড়াতে যেতে চাইলে জন প্রতি খরচ পড়বে সাড়ে চার হাজার টাকা। এই ট্যুরটি দুই রাত তিনদিনের। এদিকে, জলপাইগুড়ি ডিপো থেকে মাত্র ৮০০ টাকায় গোরুবাথান, লাভা যাওয়ার সুযোগ রয়েছে একদিনের এই ট্যুরে। পাশাপাশি গোরুবাথান, লাভা, রিকিসুম, ডেলো, কালিম্পং হয়ে সেভক যাওয়া যাবে। এক রাত দুই দিনের এই প্যাকেজ ট্যুরে জনপ্রতি খরচ মাত্র দুই হাজার ২৫০ টাকা। জলপাইগুড়ি থেকে জলদাপাড়া হয়ে জয়ন্তী যাওয়া যাবে। একদিনের এই ভ্রমণের সুযোগ মিলবে মাত্র সাড়ে ৮০০ টাকায়। গোরুমারা, ঝালং, বিন্দু যেতে হলে জন প্রতি মাত্র ৮০০ টাকা করে লাগবে। এই ট্যুরটিও একদিনের। কয়েকজন মিলে একসঙ্গে এই ভ্রমণের সুযোগ নিতে হলে সংস্থার মাধ্যমে বুকিং করাতে হবে। কোভিড প্রোটোকল মেনে, স্বাস্থ্যবিধিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হবে বলে এনবিএসটিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।