কলকাতা

কলকাতায় এলেন গোয়ার এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল, তৃণমূলে যোগের জল্পনা তুঙ্গে

কলকাতায় এসে পৌঁছলেন গোয়া বিধানসভার এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। সূত্রের খবর, সোমবার রাতেই কলকাতায় এসেছেন গোয়ার ওই নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার আসতে পারেন আলেমাও। সূত্রের খবর, সেখানেই তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। আলেমাও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী বছর ফেব্রুয়ারি মাসে গোয়া বিধানসভার নির্বাচন। আর সেই ভোটে গোয়ায় একক শক্তিতে তৃণমূল লড়াই করবে। তাই এখন থেকেই ঘর গোছানো শুরু করেছে তারা। ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন। প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ও কংগ্রেস নেত্রী নাফিসা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার গোয়া সফরেই। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও গোয়ায় থেকে সংগঠন বাড়ানোর কাজ করছেন বর্তমানে। সেই আবহে আলেমাওয়ের যোগ দিলে তৃণমূল শিবিরের জোর অনেকটাই বাড়বে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। কারণ গোয়ার রাজনীতিতে চার্চিল পরিবারের প্রভাব যথেষ্ট। সেই প্রভাব ভোটে কাজে লাগাতে চাইছে তৃণমূলও।