দেশ

রাজ্যের মুখ্যসচিব ও এডিজি-কে তলব করলো জাতীয় শিশু সুরক্ষা কমিশন

মালদার কালিয়াচকে বিস্ফোরণ ঘটনায় রাজ্য়ের মুখ্যসচিব ও এডিজিকে তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। টুইট করে কমিশনকে ধন্যবাদ জানালেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ২৪ এপ্রিল মালদার কালিয়াচকে বিস্ফোরণে গুরুতর জখম হয় ৫ শিশু।  সূত্রে খবর, সেদিন দুপুরে গোলাপগঞ্জ এলাকায় বাড়ির কাছেই একটি মাঠে খেলা করছিল কয়েকজন শিশু। মাঠের পাশে বোমা মজুত করা ছিল! বিষয়টি বুঝতে পারেনি শিশুরা।  বল ভেবে বোমাগুলি নিয়ে যখন খেলতে যায় তারা, তখনই বিস্ফোরণ ঘটে। চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় ৫ শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। কালিয়াচক বিস্ফোরণকাণ্ডে জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলেছিলেন, ‘রাজ্য প্রশাসনের উপর কোনও আস্থা নেই। ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে। পরিবারের লোকেরা আতঙ্কে ভুগছেন। তাঁদের কাউন্সেলিং করা, আর্থিক সাহায্য দেওয়া প্রয়োজন। রাজ্যের তরফে কোনও পদক্ষেপই করা হয়নি’। এবার মুখ্যসচিব ও এডিজি-কে তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন।