ভুল প্রমাণিত বুথ-ফেরত সমীক্ষা, তবে তেজস্বীর তেজে ম্লান ‘মোদি-ম্যাজিক’
বিহারে ২৪৩ টি আসনেই গণনা অবশেষে শেষ হল। সকাল থেকে শুরু হয়ে রাত পার করে অবশেষে ভোরের দিকে এসে শেষ হল গণনা। বিহারের ক্ষমতা গেল এনডিএ শিবিরের হাতে। হাড্ডাহাড্ডি লড়াইয় করেও পরাজিত মহাজোট। তাও ম্লান এই জয়। একক দল হিসেবে সবথেকে বেশিসংখ্যক আসন পেয়েছে লালুপুত্র তেজস্বীর দল আরজেডি। গণনার শেষে দেখা যায় এনডিএ-র ঝুলিতে রয়েছে মোট ১২৫ টি আসন। এরমধ্যে বিজেপি-র রয়েছে ৭৪ টি আসন, জেডিইউ-র ৪৩ টি, ৪ টি ও এইচএএম ৪ টি আসনে জয়ী। অন্যদিকে মহাজোট জয়ী ১১০ টি আসনে। এর মধ্যে আরজেডি পেয়েছে ৭৫ টি, কংগ্রেস ১৯ টি, বামেরা ১৬টি আসন পেয়েছে। এছাড়া আসাউদ্দিন ওয়াইসির দল পেয়েছে ৫ টি আসন, বিএসপি-র খাতায় আসন সংখ্যা ১, এলজিপি ১ টি ও নির্দল প্রার্থী পেয়েছে ১ টি আসন। অন্যদিকে জোট শিবিরে ভালো ফল করেছে বাম দলগুলি। কিন্তু কংগ্রেস পেয়েছে মাত্র ১৯ টি আসন। যার জেরে হয়তো ডুবতে হয়েছে মহাজোট শিবিরকে।
🔴 NDA wins 125 seats (BJP 74, JDU 43, VIP 4, HAM 4)
🔴 Mahagathbandhan wins 110 seats (RJD 75, Congress 19, Left 16)
🔴 AIMIM wins 5, BSP wins 1, LJP wins 1 & Independent wins 1