দেশ

NEET UG 2024: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ এবং ‘সিবিআই’কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট

নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। তার পরিপ্রেক্ষিতেই এবার মতামত জানতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ও সিবিআই-কে নোটিস পাঠাল সুপ্রিমকোর্ট। নিট পরীক্ষা পরিচালন পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল হওয়া ৭টি আবেদনের উপর শুক্রবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির মধ্যে একটিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। সেই নিয়েই তাঁদের মতামত জানতে চেয়ে এনটিএ ও সিবিআই-এর উদ্দেশে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৮ জুলাই। ফলে পিছিয়ে গেল নিট সংক্রান্ত সব মামলা দিল্লি হাইকোর্টে পাঠানোর আবেদনের শুনানিও। প্রসঙ্গত, গতকালই সুপ্রিমকোর্টে NTA জানায় যে, বাদ যাবে গ্রেস মার্কস। ফের পরীক্ষা নেওয়া হবে ২৩ জুন। ফলপ্রকাশ ৩০ জুন। যাতে সায় দেয় সুপ্রিম কোর্ট। সেই পরিপ্রেক্ষিতেই আবার পরীক্ষা নেওয়া হবে ১৫৬৩ জন পরীক্ষার্থীর। আগে গ্রেস মার্কস বাদ দেওয়া হবে। তারপর গ্রেস ছাড়া প্রাপ্ত মার্কস ওই ১৫৬৩ জনকে জানানো হবে। তারপর তাঁদের অপশন দেওয়া হবে পুনরায় পরীক্ষা দেওয়ার। এখন তাঁরা ঠিক করবেন যে, তাঁরা কি আবার পরীক্ষায় বসবেন না গ্রেস মার্কস ছাড়াই কাউন্সেলিংয়ে যাবেন! পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে, কাউন্সিলিংয়ে কোনও স্থগিতাদেশ নয়। সেইসঙ্গে পরীক্ষা বাতিল নয় বা সবার আবার পরীক্ষাও নয়।