দেশ

দিল্লি-মেরঠ রুটে আসছে নয়া র‍্যাপিড ট্রান্সিট সিস্টেম ট্রেন, স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা

দেশের রাজধানী ক্ষেত্রে রিজিওনাল র‍্যাপিড ট্রান্সিট সিস্টেমের অন্তর্গত ব্যবহার হওয়া প্রথম ট্রেন পুরোপুরি তৈরি৷ এটা একেবারে বিশেষ ধরণের অত্যাধুনিক ট্রেন৷ এই বিশেষ ট্রেন বানিয়েছে এল্সটম ইন্ডিয়া শনিবার গুজরাতে অবস্থিত প্লান্টে ন্যাশানাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন৷ এনসিআরটিসি ভারতের প্রথম র‍্যাপিড ট্রান্সিট সিস্টেম তৈরি করছে৷ অত্যন্ত দ্রুতগতির এই ক্ষেত্রীয় পরিবহন রেল প্রণালী রয়েছে৷ এই প্রকারে তৈরি প্রথম ট্রেন

চলবে গাজিয়াবাদ-মেরঠ করিডরে এই ট্রেনের অধিকতম স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে৷ অপারেটিং স্পিড হবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা, গড় গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা হবে৷আরআরটিএসের অন্তর্গত ১৭ কিলোমিটার প্রথম পর্ব ২০২৩ -র মধ্যে শুরু হতে পারে৷ সঙ্গে পুরো করিডরের পরিচালনা শুরু হবে ২০২৫ অবধি৷ বর্তমানে দিল্লি -মেরঠের মধ্যের ভাড়া নিয়ে কোনও কিছুই নির্দিষ্ট হয়নি৷ কিন্তু বলা হচ্ছে এই ভাড়া যাত্রীদের পকেটের দিকে নজর রেখে এবং কর আদায়ের কথা মাথায় রেখে ধার্য করা হবে৷