বিদেশ

নিউজিল্যান্ডে চিনা রেস্তোরাঁয় ঢুকে গ্রাহকদের এলোপাথাড়ি কোপ, জখম ৪

নিউজিল্যান্ডে একাধিক চিনা রেস্তোরাঁয় ঢুকে গ্রাহকদের এলোপাথাড়ি কোপালো এক যুবক। জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টা নাগাদ এক বছর চব্বিশের যুবক অকল্যান্ড শহরের একাধিক চিনা রেস্তোরাঁয় হানা দেয়। কুঠার জাতীয় ধারালো অস্ত্রের কোপে জখম হন রেস্তোরাঁয় খাবার খেতে আসা ৪ জন। তাঁদের তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। কিন্তু কী কারণে সে এই কাণ্ড ঘটালো তা এখনও জানা যায়নি।