কলকাতা পুজো

কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ রথযাত্রা ৷ পুরীর পাশাপাশি রাজ্যেও মহাধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা ৷ এদিন প্রভু জগন্নাথদেব রথে করে মাসির বাড়ি রওনা দেন এদিন ৷ এক সপ্তাহ কাটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে ৷  রাজ্যে ৫২ তম রথযাত্রা উৎসব পালন করছে কলকাতার ইসকন মন্দির । জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের রথ আজ ইসকনের মন্দির থেকে বের হবেv । এই ইসকনের রথের রশিতে টান দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর মিন্টো পার্ক, অ্যালবার্ট রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎবসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জহরলাল নেহরু রোড, এক্সাইড মোড়, আউটট্রাম রোড ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে রথ ৷ রথযাত্রা উপলক্ষ্যে এখানে মেলাও বসেছে ৷