দেশ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোনও স্ট্রাইক চালায়নি তারা, জানাল ভারতীয় সেনা

 পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা টেরর লঞ্চ প্যাডগুলিতে ভারতীয় সেনা হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছিল কয়েকটি সংবাদমাধ্যম। যদিও ভারতীয় সেনাবাহিনী সেই দাবি খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সেনা কোনও হামলা চালায়নি। ভারতীয় সেনার মিলিটারি অপারেশনের ডিজি লেফটেন্যান্ট জেনারেল পরমজিত্‍ সিং এক বিবৃতিতে বলেছেন, এলওসি পেরিয়ে পাকিস্তাব অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপ নেওয়ার রিপোর্টগুলি ভুয়ো। বৃহস্পতিবার সন্ধেয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে যে ভারতীয় সেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে টেরর লঞ্চ প্যাডগুলিতে পিন-পয়েন্ট স্ট্রাইক চালিয়েছে। খবরে বলা হয় যে জঙ্গি শিবিরগুলিতে ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন ধরেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান সেনা। পাকিস্তানি বাহিনী সীমান্ত লাগোয়া গ্রামগুলিকে টার্গেট করছে। তাতে গত কয়েকদিনে বেশ কয়েকজন সেনা জওয়ান ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।